মানচিত্রের অমাবশ্যায় ঢেকে যাওয়া রাত

ভয়াল রাত (সেপ্টেম্বর ২০২৩)

মশিউর ইসলাম (বিব্রত কবি)
  • 0
  • ৩৭
আমি একটা রাতের কথা বলছি!
যেখানে স্তব্ধ হয়েছিল- বাঙলার ঘুম,সূর্যের ছড়িয়ে যাওয়া মুক্তোর মতন রশ্মির সকাল, রাতের দূরত্ব চাঁদতাঁরা,
স্বপ্ন আর আগমনী বাস্তবতার।
একটা কণ্ঠস্বর, চলমান অববাহিকার জল, একটা বর্গকিলোমিটার পতাকা!!!


জেগে ওঠা চরের প্রকৃতির রূপ একটা মুষ্টি হাত!


ঘুম!
আচমকা শক্ত চোখের পাপড়ি;পাতা খুলে দেখেনি তোমায়,
সে ফেরেনি বাঙলার নাওয়ে টেকনাফ হয়ে তেতুলিয়ায়।

সূর্য!
এই ভূখণ্ডে আলোর মিছিলে মার্চপাস্ট করতে গিয়ে অন্ধকারে বন্দি হয়েছে সকাল,
অধিকন্তু আহ্নিকগতি থেমে ছিল এই বাঙলার মৃতদেহে, মহাবর্ষ অকাল।

চাঁদ!
শেষ হাসিটা গোলাকৃতি হয়েছিল এই মানচিত্র আসমানে, তাঁরাদের ছুটি হয়ে রাতটা ঢেকে গেল অমাবশ্যার বানে।

স্বপ্ন!
ধুমকেতুর আছড়ে পরা খণ্ডাংশে কবর রচিত, চারাগাছটা বর্ধিত সভাকেন্দ্রে শেকড় উপড়ে রয়,
ভূগোল ম্যাপে এই হাতের ছাপ তবু এই মৃত্তিকা মূল্যবোধের বিবর্ণ ক্ষয়।

কন্ঠস্বর!
ষোলকোটি মনুষ্য গর্জন একত্র সম্মেলন আজ ডিসমিসাল
ভূকম্পন সেথায় লেগেছিল সেইদিন ভীষণ রাতটা ভয়াল।

জল!
এই গতিপথ স্রোতধারায় তুমি; পদ্মা, মেঘনা আর যমুনায়
মরণোত্তর জীবন বহ্নি,সে রয়ে গেছে আজন্ম ঠিকানায়।

পতাকা!
একটা চৌকাঠ,তার সবুজের বুকে একফালি রক্ত লাল
তোমরা বন্ধু, তুমি বাঙালি পিতা হয়ে রয়ে গেছো অম্লান।


আমি সেই রাতের কথা বলছি!
শত্রু আক্রোশে মূর্ছা গেল জীবন্ত একটা বাঙলার বীজ, সবুজের আড়ালে সেই রক্তের লাল প্রবাহ,
হিমালয় আড়ালে দূর আকাশে উজ্জ্বল নক্ষত্র।
এই মৃত্তিকা, এই মাটি, এই বঙ্গের একটা বন্ধু, সে ধরাশয়ী হয়ে মৃত ছকে আঁকা!!!


গা শিউরে ওঠা নিস্তব্ধতায় বিদীর্ণ ভয়াল রাত।




নিরিবিলি, নবীনগর
৯/৮/২৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Faisal Bipu সকল লেখক কবির সাথে পরিচিত হতে চাই
ভালো লাগেনি ২১ সেপ্টেম্বর, ২০২৩
mdmasum mia সুন্দর কাব্য।
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০২৩
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০২৩
ফয়জুল মহী নিপুণ শব্দের বুননে এক অনিন্দ্য সুন্দর লিখনি
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০২৩
কৃতজ্ঞতা জানবেন।
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০২৩
বিষণ্ন সুমন অসাধারণ লিখেছেন ভাই
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০২৩
কৃতজ্ঞতা জানবেন প্রিয়।
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০২৩

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারবর্গকে নির্মম ভাবে হত্যা করার এই রাতটি অবশ্যই ইতিহাসের একটা ভয়াল রাত।

২০ মে - ২০২০ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "যানজট”
কবিতার বিষয় "যানজট”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৮ অক্টোবর,২০২৪